সময়ের সাথে সাথে বেড়েছে মানুষের প্রয়োজনীয়তা, পাশাপাশি বেড়েছে ব্যস্ততা। এই ব্যস্ততার সময়ে ব্যাংকে না গিয়েই এখন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপের মাধ্যমে খুব সহজেই অনেক কাজ সম্পন্ন করা যায়।
ব্যাংকের এপ দিয়ে শুধু যে একাউন্ট ব্যালেন্স দেখা যায় তা না, বর্তমানে বিভিন্ন ব্যাংকের এপ দিয়ে করা যায় আরো অসংখ্য কাজ। এতে যেতে হয় না ব্যাংকে, সাশ্রয় হয় সময়ের।
আসুন দেখি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপ দিয়ে কি কি কাজ করা যায়:
- নতুন একাউন্ট করা।
- একাউন্ট ব্যালেন্স দেখা।
- ট্রানজেকশন হিস্টোরি দেখা।
- BEFTN, NPSB এবং RTGS এর মাধ্যমে অন্য ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফার ব্যবস্থা।
- ট্রানজেকশনের রিসিট কপি ডাউনলোড করে অর্থ রিসিভার ব্যক্তিকে পাঠানো।
- ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের ব্যালেন্স দেখা।
- ক্রেডিট কার্ডের BDT ও USD বিল দেখা এবং বিল পেমেন্ট করা।
- প্রিপেইড কার্ডে BDT ও USD ডিপোজিট করা।
- ডেবিট কার্ড এক্টিভ করা ও Card PIN সেট করা।
- হারিয়ে যাওয়া ব্যাংক কার্ড ব্লক করে দেয়া।
- ভুলে যাওয়া Card PIN পুনরায় জেনারেট করা।
- চেক বইয়ের জন্যে রিক্যুইজিশন দেয়া।
- চেক বই এক্টিভ করা।
- হারিয়ে যাওয়া চেক পাতা ডিএক্টিভ করে দেয়া।
- নির্দিষ্ট চেক পাতার জন্যে Positive Pay Instruction দেয়া: ধরুন আপনি অন্য কাউকে ৫ লাখ টাকার একটা চেক দিলেন। ব্যাংক থেকে চেক রিসিভার ব্যক্তিকে টাকা দেয়ার পূর্বে আপনাকে ব্যাংক কর্মকর্তা ফোন করবে কনফার্ম হবার জন্যে। আপনি যদি ঠিক সেই সময়ে ফোন রিসিভ করতে না পারেন, কিংবা বিদেশে অবস্থান করেন তাহলে তো সমস্যা হয়ে যাবে।তাই আপনি আপনার ব্যাংকের এপের মেনু থেকে সেই নির্দিষ্ট চেক পাতার জন্যে Positive Pay Instruction দিয়ে রাখলেন। ফলে ব্যাংক থেকে আপনাকে ফোন দেয়া ছাড়াই চেক রিসিভার ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা দিয়ে দিবে।
- Standing Instruction দেয়া: ধরুন আপনি প্রতি সপ্তাহে কিংবা প্রতিমাসের নির্দিষ্ট তারিখে পরিবারের কারোর কাছে নিয়মিত টাকা পাঠিয়ে থাকেন। তাহলে আপনার ইন্টারনেট ব্যাংকিং এপ থেকে Standing Instruction দিয়ে রাখলেন। তাহলে সপ্তাহের সেই সুনির্দিষ্ট দিনে, কিংবা প্রতিমাসের সুনির্দিষ্ট তারিখে সেট করে দেয়া নির্দিষ্ট পরিমাণ টাকা রিসিভার ব্যক্তির একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
- ব্যাংকে না গিয়েই FDR ও DPS করা।
- FDR ভাঙ্গানো।
- FDR ও DPS এর ব্যালেন্সসহ ম্যাচিউরিটির তারিখ দেখা এবং স্ট্যাটমেন্ট ডাউনলোড করা।
- ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের BDT ব্যালেন্সকে USD’তে কনভার্ট করা এবং USD ব্যালেন্সকে BDT’তে কনভার্ট করা।
- কার্ডের অনলাইন ই-কমার্স গেটওয়ে চালু করা এবং বন্ধ করে রাখা।
- কার্ডের জন্যে পাসপোর্টে করা এনডোর্স তথ্য দেখা এবং বৈদেশিক খরচের সর্বমোট পরিমাণ দেখা।
- ভার্চুয়াল কার্ড নেয়া।
- Cash By Code এর মাধ্যমে ব্যাংকের নিজস্ব ATM বুথ থেকে ডেবিট কার্ড ছাড়াই টাকা উত্তোলন করা।
- Pay Order এর জন্যে রিক্যুইজিশন দেয়া।
- Bank Solvency Certificate ডাউনলোড করা।
- একাউন্টের Tax Certificate ডাউনলোড করা।
- বিভিন্ন MFS একাউন্ট, যেমনঃ বিকাশ, রকেট, নগদ, উপায়, OK Wallet, TAP এবং অন্যান্য MFS একাউন্টে টাকা ট্রান্সফার করা।
- VISA Direct এর মাধ্যমে দেশীয় যেকোন ভিসা কার্ডে তাৎখনিক টাকা পাঠানো।
- বিদ্যুৎ, গ্যাস, পানি ও WiFi এর মতো বিভিন্ন ইউটিলিটি বিল দেয়া।
- একাউন্ট ও ক্রেডিট কার্ডের লেনদেনের স্ট্যাটমেন্ট ডাউনলোড করে দেখা।
- আয়কর রিটার্নের PSR সাবমিট করা।
- মোবাইল ফোনের সিম রিচার্জ করা।
- বিভিন্ন ভার্সিটির টিউশন ফি দেয়া।
- Bangla QR Code এর মাধ্যমে বিভিন্ন সুপারশপে পেমেন্ট করা।
- চেক পাতা ছাড়াই ব্যাংকের কাউন্টারে প্রদর্শিত QR Code স্ক্যান করার মাধ্যমে দৈনিক ৩ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা।
- বিভিন্ন OTT (CHORKI) সাবস্ক্রিপশন নেয়া।
- সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করা।
- বিশেষায়িত আলাদা মেনুর মাধ্যমে অন্য ব্যাংকের ক্রেডিট কার্ডের BDT বিল দেয়া।
- টপ টায়ারের ক্রেডিট কার্ড থাকা সাপেক্ষে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্যে Airport Pick & Drop এবং Airport Meet & Greet রিক্যুইজিশন দেয়া।
- ব্যাংকের এপে প্রদর্শিত হওয়া নোটিফিকেশনের মাধ্যমে সমসাময়িক ব্যাংকিং বিষয় সম্পর্কে অবগত হওয়া।
উপরে বর্ণিত সমস্ত সুবিধা সম্মিলিতভাবে একটা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপে একসাথে পাওয়া যাবে না।
আমার দৃষ্টিতে দেখা দেশের সেরা ৭টা ইন্টারনেট ব্যাংকিং এপ হচ্ছে:
আমার দেখা বাংলাদেশের সবচেয়ে জঘণ্যতম খারাপ ইন্টারনেট ব্যাংকিং এপ হচ্ছে: DBBL NexusPay এপ।
Mohammed Azharull Haq Bhuyan | Post Link | 20 June 2025
Comments