Experince of MTB vs UCB by Hasin Hyder
দুই বছর আগের কথা। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইবিএল এর ক্রেডিট কার্ড ইউজ করতাম, পরে ইউসিবিরটা ইউজ করা শুরু করেছি। আমার মান্থলি ট্রানজেকশন ভালো ছিল - যেহেতু বাজার সদাই, কেনা কাটা, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন সবই ক্রেডিট কার্ডে হয়। ২০০৭ থেকে আজ পর্যন্ত একবার ছাড়া আমার কোনদিন কোন পেমেন্ট মিস হয় নাই। তো আমি মনে …