Skip to main content

Learn Finance and Tech

Dual Currency vs Multi Currency

Dual Currency vs Multi Currency

ডুয়েল কারেন্সি কি জিনিস এটা আপনারা সকলেই জানেন! প্রিপেইড, ক্রেডিট কার্ডের মত আজকাল অনেক ব্যাংক ডেবিট কার্ডেও ডুয়েল কারেন্সি ফিচার দেয়! এতে বাড়তি সুবিধা হচ্ছে ডেবিট কার্ড সর্বদাই ডায়নামিক! ফলে আলাদা টাকা-ডলার পার্ট নাই! যেখানেই পে করেন, ডিরেক্ট টাকায় কাটে!

তো এইতো গেল ডুয়েল কারেন্সি কার্ড! তাহলে মাল্টি কারেন্সি কার্ড কি জিনিস?

যারা দেশের বাইরে আয় করেন, তারা চাইলে দেশে ফরেন কারেন্সি একাউন্ট করতে পারবেন! এক্ষেত্রে আপনার আয় করা বৈদেশিক মুদ্রা দেশে USD, GBP, EURO, JPY, AUD ইত্যাদি কারেন্সিতে রাখা যায়! এই ধরনের একাউন্টকে RFCD একাউন্ট বলে! এসব একাউন্টের সাথে MULTI CURRENCY ডেবিট কার্ড দেয়া হয়!

তাহলে ডুয়েল কারেন্সি আর মাল্টি কারেন্সি এর পার্থক্য কোথায়?

ডুয়েল কারেন্সি কার্ডে একমাত্র ফরেন কারেন্সি হল ডলার! ফলে অন্য কারেন্সিতে (যেমন ইউরো, পাউন্ড) পে করলে আপনাকে ৩% মার্কআপ ফি চার্জ করা হবে!

কিন্ত multi currency কার্ড হবার শর্ত হচ্ছে কমপক্ষে ৩ টি কারেন্সিতে মার্ক আপ থাকা যাবেনা! যে কারণে দেশের বেশিরভাগ RFCD একাউন্টে USD/GBP/EUR তে মার্ক আপ থাকেনা!

কোন ব্যাংক কি সেভিংস একাউন্ট এ multi currency debit কার্ড দেয়?

না! বাংলাদেশের কোন ব্যাংকই এত উদার নয়! কেউ কেউ গ্রাহকের চোখে ধূলো দিয়ে কার্ডের গায়ে লিখে দেয় মাল্টি কারেন্সি কিন্ত বাস্তবে দেয় ডুয়েল কারেন্সি! তারা কিন্ত ঠিকই gbp, eur তে মার্ক আপ ফি নেয়! এটা এক ধরনের গ্রাহক প্রতারণা! বড় বড় করে ডেবিট কার্ডের উপরে multi currency লিখে রাখসে কিন্ত সকল non-usd payment এই ৩% মার্কআপ কাটে!

যেকেউ কি RFCD একাউন্ট খুলতে পারে?

না! এই একাউন্ট খুলতে গেলে বিদেশে আয় করা লাগবে এবং বিদেশ ভ্রমনের প্রমাণপত্র, আয়ের উৎসের ডকুমেন্টসহ অনেক কিছু লাগে!

NB: Wise একাউন্টে যেই ডেবিট কার্ড দেয়, সেটা multi currency এবং এতে সকল কারেন্সিতেই ০% মার্ক আপ!

Zaber Mahbub | Post Link | 6 Dec 2022
  • Blog authors: Digest2025
  • Title: Dual Currency vs Multi Currency
  • Last updated: 

Comments