Skip to main content

Learn Finance and Tech

Experince of MTB vs UCB by Hasin Hyder

দুই বছর আগের কথা। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইবিএল এর ক্রেডিট কার্ড ইউজ করতাম, পরে ইউসিবিরটা ইউজ করা শুরু করেছি। আমার মান্থলি ট্রানজেকশন ভালো ছিল - যেহেতু বাজার সদাই, কেনা কাটা, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন সবই ক্রেডিট কার্ডে হয়। ২০০৭ থেকে আজ পর্যন্ত একবার ছাড়া আমার কোনদিন কোন পেমেন্ট মিস হয় নাই।

তো আমি মনে করলাম এমটিবিতে একটা কার্ড নিব। আমি বোধহয় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কার্ড নেয়ার আগ্রহ দেখিয়ে। পরিচিত একজন আমাকে বললো যে ভাই আমি আমাদের ব্যাংকের একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সেই লোক ফোন দিল - আমাকে একটু রুডভাবেই জিজ্ঞেস করলো আপনার কি লাগবে ভাই। আমি বললাম যে ক্রেডিট কার্ড। সেই লোক আমি কি করি শুনে বললো আপনি তো ফ্রিল্যান্সার আপনাকে তো এইভাবে ক্রেডিট কার্ড দেয়া যাবে না। তো কিভাবে দেয়া যাবে? আপনাকে ফিক্সড ডিপোজিট রাখতে হবে কিংবা বিজনেস দেখিয়ে বিজনেসম্যান হিসেবে কার্ড নেয়া লাগবে। আমি ফিক্সড ডিপোজিট রেখে কার্ড নেয়ার ব্যাপারে একেবারেই ইন্টারেস্টেড না। সো আমি জানতে চাইলাম, আচ্ছা? বিজনেস দেখিয়ে কার্ড নিতে গেলে কি করতে হবে? সেই লোক, আমি জানি না কেন, খুবই তাচ্ছিল্যের সাথে জবাব দিল "কোটি কোটি টাকা ট্রানজেকশন দেখাতে হবে"
আমার ঐ লোকের কথা আর কথার তাচ্ছিল্যের টোন শুনে এত বিরক্তি লাগলো যে আমি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিলাম। আর কোনদিন ঐমুখো হই নাই।
পরে ইউসিবি থেকে একটা সিগনেচার কার্ড নিয়েছিলাম, আমার ফ্রিল্যান্সিং প্রোফাইল দেখিয়েই - কোন ইস্যু হয় নাই একবারের জন্যও। অনেস্টলি ইউসিবির সার্ভিস দুর্দান্ত রকমের ভালো। স্ট্যানডার্ড চার্টার্ডের সার্ভিসও একদম টপনচ। ইবিএলের সিগনেচার কার্ড নিয়ে অত হ্যাপি না, বাট অনেস্টলি তেমন কোন কমপ্লেইনও নাই ওদের মাছের বাজার স্টাইল সার্ভিস ছাড়া - এভরিথিং ওয়ার্কস। কিন্তু ইউসিবি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড নিয়ে আমি সুপার স্যাটিসফাইড 🙂

Hasin Hyder | Post Link | 6 July 2024

Anam Ahmed
 
Follow
There was no “mutual trust” 😅
34
Palash Prosenjit Malakar 
Follow
vai unar koti koti taka er golpo jakhon bollo takhon kissu na bole kete die protiuttar die kete dile valo korten . amake kono bank e gele freelancer sune tassilo korar sahos jodi dekhie bose ta hole Information Technology sector er gurtoh tader bujhie die asi . politely . unra je computer bose software use kore seta oto world er kono IT company er e product
  • Like
  • Reply
  • Edited
3
Harun R Rayhan
স্ট্যান্ডার্ড চার্টার্ড এর কার্ড ইউজ করছি অনেক বছর ধরে, কখনও প্রবলেমে পড়ি নাই। ব্রাকের স্টুপিড কর্মচারী আর সার্ভিসের কারণে একদমই ইউজ করি না।
  • Like
  • Reply
  • Edited
5
Author
Hasin Hayder
Asolei bhalo service 🙂
Harun R Rayhan
Hasin Hayder ব্র্যাক একবার আমার অটো ডেবিট মিস করেছিল, স্ট্যান্ডার্ড চার্টার্ডে কখনও হয় নাই। আমার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।
Toufiqur Rahman
The UCB ATM is available in a maximum area, and the app is user-friendly.
4
Top fan
Karar Faysal Mahbub
UCB is excellent. I have been using their credit card for three years, and it has never failed in any transaction. Their customer service is also impressive, as they accept complaints via email instead of requiring tedious calls to customer care.
4
Author
Hasin Hayder
Karar Faysal Mahbub True bhai. UCB is genuinely good.
2
Shakil Arefin
এমটিবির স্টাফদের সবার ব্যাবহারই কি এমন ষ্টুপিড টাইপের, অন্তত আরো দুবার এমনটা দেখছি
7
Author
Hasin Hayder
No idea bhai. But for me I felt really odd and it has changed my impression about MTB from that day.
  • Like
  • Reply
  • Edited
Zahir H. Khan
MTB dollar endorse er jonno giyechilam, tau ekdin office er chuti chilo, working day te office theke ber howa tough. Sathe bank e aro kaaz chilo. Passport joma diye form fillup kore process korte diye. 30min por passport r credit card niye basai ese dekhi se passport kono seal nei.
Ki jani mone bank oi chele tar card niye ese chilam phone diye janalam, bollo apner passport seal diya nei apni dekhe niben na?!?
Ami bollam ami hoito niyar somoy check kore dekhini eta amer vul, kintu apni kaaz ta koren ni seta ki apnar bhul na, se bar bar dosh amake dilo.
Bollam je howa hoye geche, ami korte pari? Bole aro ekdin ashun, ami bollam amer office 6tai sesh er por ashbo, se amake 3:30-4ta moddhe ashte bollo.
Finally oder corporate service email dilam. 2din por se amake call diye basai ese seal sign dite razi hoye gelo.
  • Like
  • Reply
  • Edited
4
Shakil Arefin
Mahmudur Rahman এখানে হা হা দেয়ার মত কি বললাম?
Pavel Zaman
Now a days, the best option is ucb & worst option is Islami bank
3
Md. Musfiqur Rahaman
Pavel Zaman True vai, Service of Islami Bank is degrading day by day!
3
Tex Raihan
আহারে পুড়া কপালি, মানুষ চিনলনা...!
3
Muktar Hossain
ucb আমিও ব্যবহার করছি। দুর্দান্ত সাপোর্ট ও লাউঞ্জ গুলা খুব ভালো!
3
Md Billal Hossain Sarker
এমটিবির মতো এতো ফালতু ক্রেডিট কার্ড সার্ভিস আর নাই। আমি এবং আমার ওয়াইফ দু’জনেই সিগনেচার কার্ড নিয়েছিলাম গত বছর। এই কার্ডের বিলিং সিস্টেম বুঝতে আর দিতে দিতেই আমরা ক্লান্ত। জাস্ট ডিজগাস্টিং- আমার একাধিকবার মনে হয়েছে আমি দুইবার করে বিল জমা দিয়েছি, লিটারেলি তা-ই; যেহেতু ব্যাংক একাউন্টের সাথে সিনক্রোনাইজ করা যায় না, আর ম্যানুয়ালি দেয়া লাগে। কোনোভাবেই তাদের ব্যালেন্স শিটের সাথে মিলাইতে পারিনি। ইয়ারলি ফি আগস্ট মাসে আসার কথা। আর সেটা জুনের বিলের সাথেই ১১৫০০ টাকা যুক্ত করে দিছে। এখন তাদের সাপোর্টে কথা বলা লাগতেছে। তাদের টিওসি অনুযায়ী ১৫+ ট্রানজেকশন হলে সেটা ওয়েভার হওয়ার কথা। তাও নাকি আবার ফোন করে সেটা বুঝাইতে হবে। তো আমরা বুঝাইতে পারতেছি না। তারাও কেন সেটা আগস্ট বা জুলাইয়ের বিলের সাথে না এসে জুনের বিলের সাথে যুক্ত হলো বুঝাইতে পারতেছেন না। সাপোর্টে একদমই নবিশ কয়েকটা ছেলে-মেয়ে বসাইয়া রাখছে। যারা কিছুই জানে না। আমাদের কার্ডে এখন একটা ইএমএআই চলতেছে। এইটা আগামী মাসে শেষ হলেই কার্ড রিটার্ন করবো। এবং কেউ যদি ক্রেডিট কার্ড নিতে চায়, আমি ডিরেক্টলি নিষেধ করে দেবো এমটিবি থেকে যেন দূরে থাকে।
2
Rubel Mahmud
I never tried UCB but I am satisfied with SCB
2
Sakib Khandaker
Hasin ভাই, ফ্রিল্যান্সিং প্রোফাইলে কি ওরা দেয়? সিটি, ইউসিবি, স্ট্যান্ডার্ড চার্টাড, এমটিবি, সাউথ ইস্ট সব ব্যাংকে যোগযোগ করেও কেউই "রিমোট জব" হোল্ডারদের কার্ড দিতে চায় না। অর্থাৎ, দেশে কোনো অফিস বা কিছু থাকতেই হবে। কিভাবে বা কোন ব্রান্ঞ্চ থেকে নিলেন এমন কিছু তথ্য দিলে ভালো হয়!
2
Author
Hasin Hayder
Tag: Nayema Zaman apa
3
Sakib Khandaker
Hasin Hayder Thank you so much, bhai!
Kazi Samiur Rahman
Sakib Khandaker same vai remote job e dite chai na
Faisal Chowdhury
আপনি বলুন তাইলে ফ্রীল্যান্সারদের জন্য কোন ব্যাংক আইডিয়াল বলে আপনার মনে হয় ভাই?
2
Author
Hasin Hayder
Faisal Chowdhury I am very happy with UCB and SCB. UCB offers ERQ accounts for freelancers. You can try that as well 🙂
2
Shovon Boshak
একজন ফ্রিল্যাঞ্চার হিসাবে ব্র্যাক ব্যাংক ইউজ করতেছি ২০১৫ সাল থেকে। কোনদিন কোনরকম সমস্যা হয়নাই ফ্রিল্যাঞ্চার হিসাবে। ইভেন আমাকে ক্রেডিট কার্ডও দিয়েছিল কোন শর্ট ছাড়াই ৪ লাক্ষ লিমিটের। পরে কার্ড ইউজ হয়না দেখে ক্লোজ করে দিয়েছি। ব্র্যাকে ফ্রিল্যাঞ্চারদের ভালো সাপোর্ট দেয়। ইভেন ব্রাঞ্চে এখনও পর্যন্ত কোন বাজে এক্সপেরিএন্স পাইনাই।
2
Abu Ahmed Asadullah
Shovon Boshak কোন ব্রাঞ্চ ভাইজান? শ্যামলী ব্রাঞ্চে ২০১৪ সালে একবার গিয়েছিলাম একাউন্ট করতে, তাদের ভাব দেখে জীবনে আর ওদিকে পা বাড়াইনি।
Ehsanul Haque Nitol
What exact benefits do you like of UCB? I can still understand SCB. EBL has been very lackluster these few years.
2
Author
Hasin Hayder
Ehsanul Haque Nitol Excellent support bhai. Their customer support is fantastic. Also jotobar ami service neyar jonno branch e giyechi - everything happened smoothly (like card endorsement on my passport). Very satisfied with UCB.
SCB is also good with zero complains.
  • Like
  • Reply
  • Edited
6
Mahfuzul Hasan
Hasin Hayder How is their app? And internet banking facility ? I am thinking about taking a card from UCB.
Author
Hasin Hayder
Arekta benefit ase - Domestic and International both airport ei you can use their lounge. And the lounge staffs are very friendly and helpful 🙂
  • Like
  • Reply
  • Edited
7
Ehsanul Haque Nitol
Hasin Hayder bhai get the priority pass if you have that. It is a lucrative offer what I learned.
Author
Hasin Hayder
Ehsanul Haque Nitol Ji Bhai, have PP from EBL, SCB and UCB 🙂 Now I have three PP cards 😃
Ehsanul Haque Nitol
Hasin Hayder Amk ekta die den. It's so expensive abroad xD
Author
Hasin Hayder
Last time Delhi International Airport e it helped a lot. I had a layover time of 8 hours, and I spent the entire time in Encalm lounge using a PP, for free. 🙂
  • Like
  • Reply
  • Edited
2
Author
Hasin Hayder
Damn!
Author
Hasin Hayder
UCB PP allows me yearly 12 free access, EBL PP allows me 8 free access and SCB PP (Since it's platinum card) allows me 4 free access. SCB er signature card e unlimited access offer kore
  • Like
  • Reply
  • Edited
Khabir Ahamed
আমি সিটিব্যাংক, সাউথইস্ট, এমটিভি, এনআরবি এবং এবি ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করি বেশকিছুদিন থেকে, তার মধ্যে এমটিভি ক্রেডিট কার্ড টি সবচেয়ে ভালো লেগেছে আর বেশি বাজে লেগেছে সিটিব্যাংক আর সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড। এক কথায় পুরাই ফালতু সার্ভিস সাথে মাস শেষে একগাদা হিডেন চার্জতো আছেই। এমটিভির একটি সুবিধা হচ্ছে ১৮ টি ট্রানজেকশন যে কোনো অ্যামাউন্টের হলেই ইয়ারলি ৩৫০০ টাকা কার্ড চার্জ কাভার দেওয়া যায়।
アフサヌル ハク
Khabir Ahamed From Next year yearly charge weaver on 18 transactions will be suspended.
Fayes Akihito
আমি আপনার অভিজ্ঞতার কথা পড়ে খুবই অবাক হলাম। তবে আমার অভিজ্ঞতা একটু ভিন্ন। আমি সম্প্রতি Rakuten, JCB, UCS, Paypay, Amazon, SMBC, Paidy, Orico, এবং Saison গোল্ড কার্ডগুলো ব্যবহার করছি এবং বলতে পারি আমি খুবই সন্তুষ্ট। এই কার্ডগুলো আমাকে বিভিন্ন সুবিধা দেয়, যেমন ক্যাশব্যাক, পয়েন্টস, এবং বিশেষ অফার। বিশেষ করে Rakuten এবং Amazon কার্ডগুলো অনলাইন শপিংয়ের জন্য দুর্দান্ত। Paypay এবং Paidy কার্ডগুলো দিয়ে সহজে এবং দ্রুত পেমেন্ট করতে পারি। SMBC এবং Orico কার্ডের সার্ভিসও অসাধারণ।
এই কার্ডগুলো বছরে চার্জ ফ্রি এবং নিয়মিত বিল পেমেন্ট করায় কোনো ইন্টারেস্টও দিতে হয় না। এছাড়া, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট ইন্স্যুরেন্সও ফ্রি এবং লাউঞ্জ এক্সেসের সুবিধাও পাই।
  • Like
  • Reply
  • Edited
Author
Hasin Hayder
Fayes Uddin Bhai, I am talking about Bangladesh
3
Abu Ahmed Asadullah
Fayes Uddin ভাই, ভিনদেশের গল্প এখানে বললে হবে?
Tanmoy Mahathir
ভাই যেসব ব্যাংকের Card Service রিলেটেড বিজনেসটা খুব সিরিয়াসলি নেয় তাদের সবার Target Customers আছে।বেসিক্যালি তাদেরকে কেন্দ্র করে কাস্টমার হান্ট করে।কেউ সরকারি অফিসার ,কেউ প্রাইভেট চাকরিজীবি,কেউ বিজনেস ম্যান,কেউ মহিলা কাস্টমার ,কেউ ফ্রীল্যান্সার,ফরেন Service Holder এদেরকে Target করে।কেউ ধোঁয়া তুলসিপাতা না।সবাই ইয়ারলি ফি ট্রানজেকশন এর উপর ফ্রী দিয়েই স্টার্ট করে।পরে চেহারা চেঞ্জ হয়,হবেই।আপনি এখন যাদের ভালো বলছেন তারাও পল্টি দিবে লিখে রাখেন।আপনি ভাগ্যিস ব্র্যাকে যান নাই।
2
Author
Hasin Hayder
Tanmoy Mahathir Bhai using SCB since 2007 🙂
2
Author
Hasin Hayder
EBL since 2015
2
Author
Hasin Hayder
UCB since 2022
3
Rafi Mustafa
Agreed 100% RE MTB (and a few other banks too). I’ve had the best of experience with UCB (corporate banking) & BRAC bank (retail banking). I’d list them both as my No 1.
I also agree with you RE EBL - they’re good. Nothing extraordinary. I found BRAC Bank’s priority service to be much better than EBL or any other bank.
Overall customer service in most retail banks requires an overhaul. Leaves us - customers - with a lot to be desired.
  • Like
  • Reply
  • Edited
Saiful Islam Sohel
সকল ব্যাংকেই এমন কিছু নতুন স্টাফ থাকে যারা জীবন নিয়ে ফেড-আপ। এরা মান্যার বুঝে না। আমি SCB তে একটাকে পেয়েছিলাম এমনই রুড/ফাউল
3
Jaher Nayeem
Using SCB since 2022..... I like their online support system. Almost everything can be done by the app. I requested for replacement of my fractured debit card and priority pass through app without any customer care call or branch visit. They delivered both card to my address.
  • Like
  • Reply
  • Edited
Author
Hasin Hayder
Jaher Nayeem Using SCB since 2007 - very happy 🙂
  • Like
  • Reply
  • Edited
Top fan
Nazmul Hosen
City is also doing great in terms of credit card but their in branch support is not up to the mark. Have to deal with Huge crowd if any branch service is required.
2
Author
Hasin Hayder
Nazmul Hosen Bhai ami ekbar statement tulte branch e gesilam, arekbar amar BRTA Tax token pay korte. Jei crowd and lomba line - amar ekdom i bhalo lage nai.
2
Top fan
Nazmul Hosen
Hasin Hayder সেটাই ভাইয়া। ব্রান্চে না গিয়ে সব অনলাইনে করা গেলে ওদের সার্ভিস আরো ভালো হতো। বিশেষ করে স্টেটমেন্ট গুলো যদি এপে এপ্লাই করে কুরিয়ারে পাওয়া যেত তবে হ্যচেল কমতো। আবার অনলাইনে একাউন্ট করে ব্যাংকে গিয়ে সব জমা দিয়ে আসতে হয়, ডাবল কাজ এটাও বিরক্তিকর।
2
Shah Razi Siddiqui
Hasin Hayder bhai ATM gula replace kore CRM machine boshanor por branch e ekdom e crowd thakena. Uttara sonargaon janapath branch e ekbar dhuklei bujhben. Ami last time cheque joma dite giye line na peye ekdom obak hoisi
Mahadib Hadi
Nazmul Hosen happy citycard user for 18 years. In my experience - their support even better than HSBC and scb
Author
Hasin Hayder
Mahadib Hadi i was using HSBC since 2005 to 2014 until they've decided to be extremely rich peoples bank:D
  • Like
  • Reply
  • Edited
Mahadib Hadi
Hasin Hayder they closed my account and asked to deposit a million BDT. And I've 3000bdt only bhaiya!!
Nazmul Hassan
Bhai UCB bank er service khub Valo.. UK theke unet app use kori.. Unet app er Kotha ar ki bolbo... Simply chumma...
2
Husain M Ridwan
মোঃ আতিকুর রহমান MTB তে সন্তুষ্ট ভাই। কার্ড সম্পর্কিত সার্ভেসে উপরেই থাকবে৷ ইভেন কার্ড ইস্যু করার সময়েও অন্য সবগুলোর থেকে সহজতর বা ১ টার পর ছিল ( EBL,UCB,Meghna,Amex এর মাঝে )ব্যাংকের যিনি যোগাযোগ করেছেন উনার দিকের ও সমস্যাটা থাকতে পারে।
কার্ড করার ক্ষেত্রে ব্যাংকের যিনি থাকেন তিনি যদি এক্সপার্ট কেউ থাকেন তাহলে কার্ড খুব স্মুথলি হতে দেখেছি এবং কমিটমেন্টগুলো ও মেইনটেইন করে দেখেছি।
  • Like
  • Reply
  • Edited
মোঃ আতিকুর রহমান
Husain M Ridwan EBL er customer service ami apni duijon e baje paisilam bhai,er jonne mention dilam ar ki
Husain M Ridwan
জ্বী ভাই। এরা পরেরবার ও ঝামেলা পাকাইছিল। সিম্পল ইন্স্যুরেন্স ফি অফ করতে সশরীরে ব্যাংকে হাজিরা দেওয়া লাগে, অন্য ব্যাংক গুলোতে যেখানে ওভার ফোনেই হয়ে যায়।
  • Like
  • Reply
  • Edited
মোঃ আতিকুর রহমান
Husain M Ridwan আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এ ইবিএল সবচেয়ে বাজে
Saha Swapnil
Vai, ucb charges markup charge for conversion. I'm using another card which doesn't charge anything for conversion. It creates a difference when the transactional amount is high.
Yasin Khondokar
Saha Swapnil kon card e conversion charge nai
Saha Swapnil
Yasin Khondokar , I used both cards on the same day & I've been using that particular card for the last 10 years. I'm not willing to flush the name in public.
Yasin Khondokar
Saha Swapnil then tell me in message
Shahajalal Badsha
ভাইয়া যাদের সার্ভিস মাছের বাজার এর মতো। সরাসরি মুখের সামনে রিজেক্ট মারা বেটার। একাউন্ট আমার, টাকা আমার, ডকুমেন্ট আমার। কিন্তু কাহিনী করে তারা।
Asif Shovon
I use a city bank credit card... Their service is also satisfactory...
Md Obaydul Haque Shipon
মাত্র ২ বছর আগে? ২২ সালেও যদি এমন স্টুপিটের দেখা পাওয়া যায় তবে বুঝতে হবে সে ইমু ফ্রিল্যান্সার দ্বারা ধর্ষিত। বেশ কিছু বছর আগে এমন পরিস্থিতিতে পড়েছিলাম। আমাকে বলা হয়েছিল ফিক্সড ডিপোজিট থাকতে হবে, নয়ত সরকারী চাকরি থাকতে হবে, নয়ত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে হবে। আমি বলেছিলাম, আমি ফ্রিল্যান্সার। ব্যাংকে আমার সেইভিং একাউন্টে ভাল ট্রানজেকশন দেখাতে পারব। অবাক হয়ে থাকিয়ে বলেছিল, কি বললেন? ফ্রিলেন্সিং? এমন বিরক্ত ভাব দেখাল যেন আমি তার মহা মহা মূলবান সময় নষ্ট করে তার বিশাল ক্ষতি করে ফেলেছি। একগাদা কষ্ট নিয়ে বাসায় ফিরে যাই। তারপর ইবিএল এ গেলাম এবং এখন পর্যন্ত আমি সন্তুষ্ট আছি তাদের সার্ভিসে। যদিও ছোট খাটো কিছু ইস্যু আছে।
アフサヌル ハク
SCB Best but not for all
City , EBL , MTB , UCB also good using all of them.
UCB , MTB has largest domestic lounge network.
MTB & EBL for Lounge Key & Priority Pass 
UCB best for Daily use because of their wide pos network and discount.
City for Instant EMI and Online customer Service.
MTB by default their NFC service disabled which is very painful. But their reward program better then UCB and EBL or City .
Md Touhid Reza
SCB so far as a corporate getting satisfactory service
Shahajade Hossna Jahan
অনেকে বিশ্বাস করেন না যে এসব ফেস করতে হয়। কিন্তু আসলেই এসব সত্যি ঘটনা।
Ashif Mahmood Shuvro
MTB এর ক্রেডিট কার্ড নিয়েছিলাম। ৩ মাস পর ক্লোজ করলাম। EBL ইউজ করি। সো ফার গুড। যদিও লাস্ট ৫ বছরে মাত্র ১ বার ব্যাংকে গিয়েছি।
লাউঞ্জ ইউজ করার জন্য UCB নিবো কিনা ভাবছি।
UCB এর কি ১৬/১৮ ট্রাঞ্জেকশন ফ্যাসিলিটি আছে ভাই?
Author
Hasin Hayder
আমি ইউসিবির সিগনেচারটা ইউজ করি। এখানে পয়েন্ট দিয়ে ওয়েইভ করা যায়।
4
Ashif Mahmood Shuvro
Hasin Hayder বুঝতে পেরেছি ভাই। অনেক ধন্যবাদ।
Stanley Rozario
MTB to mukher upor bole dise agency lokjon ke card dei na 🤣🤣 ei dike UCB cheharao dekhe nai 😂
মোহাম্মদ মুসলিম উদ্দিন ইমন
স্যার আমি আমার লাইফটাকে সুন্দর করে সাজাতে পারি। কিন্তু আমি আমার অনাগত সন্তান কে আপনার মতো দক্ষ প্রযুক্তিবিদ হিসাবে তৈরী করতে চাই । এর জন্য আমাকে কি পদক্ষেপ নিতে হবে। প্লিজ স্যার একটু বলবেন।
Md Rakib Ul Islam
ভাইয়া, আমি রিসেন্টলি ব্যাংক সুইচ করতে চাচ্ছিলাম। এবং কোন ব্যাংকে করবো এসব নিয়ে কনফিশনে ছিলাম। সিটিব্যাংকের ফ্রিল্যান্সার একাউন্ট কনসিডার করছি। কিন্তু এখন আপনার কথা শুনে UCB কেও কনসিডার করতে চাচ্ছি।
Author
Hasin Hayder
Md Rakib Ul Islam Definitely UCB 🙂
4
Md Shafikul Islam
শুধু ইউসিবি র সাথেই আছি। ভালো ই সার্ভিস পাই।
Mubarak Hossain
SCB Service is best.
Rizvan Hasan
Scb এর কি ভাল? কি সুবিধা? আমি ইবিএল ব্যবহার করি ছোট থেকে। সমস্যা হয় নি। অবশ্য কমপেয়ার করার বেঞ্চমার্কও আমার কাছে নেই।
scb তে স্যালারি একাউন্ট ছিল। এখন এরা নাকি না দেয় ক্রেডিট কার্ড না করে FDR। আসলে কেরামতিটা কী?
Sheikh MD Shofiullah
SCB Freelanceer profile e card dey na .. 🙁
But City theke nicilam ..then UCB theke.
Mainul Kabir Aion
UCB er signature nite chaisilam but 1st year free dibe na bole r nilam na 🙁
2
Author
Hasin Hayder
Mainul Kabir Aion But bhai service asolei bhalo.
Mainul Kabir Aion
Hasin Hayder taile bhai, 10k diye holeo niye nite hobe. EBL ta off kore dibo taile.
Mehedi Hasan
ভাই বর্তমানে ব্যাংকগুলোর যে পরিস্থিতি, কোন ব্যাংকে টাকা রাখা সব থেকে সেই বর্তমান সময়??
কারন কিছুদিন পর পর শুনি অমুক ব্যাংকের টাকা নেই তমুক ব্যাংকের লোন পরিশোধ করতে পারছি না। ফান্ড নেই অথবা ব্যাংকে টাকা নেই। বড় এমাউন্টও উঠানো যাবে না ইত্যাদি।
কোন ব্যাংকে রাখা বর্তমান সময়ের জন্য সেভ.?
Author
Hasin Hayder
Bhai SCB, UCB, Bank Asia looks good
3
Mehedi Hasan
Okay Vai💚
S M Mishkatul Islam
Bank Asia ব্যবহার করি ২০১৭ থেকে। কোনদিনও কোন সমস্যা ফেস করিনি আলহামদুলিল্লাহ।
  • Like
  • Reply
  • Edited
Author
Hasin Hayder
Happy with BankAsia bhai 🙂
মহসিন আলম
ব্র্যাক এর আস্থা অ্যাপ ব্যবহার করেছেন?
মহসিন আলম
Hasin Hayder আমার কাছে স্মুথ মনে হয়।
Md Golam Eshaq
Amra ki dos korlam vai???
Md Zubair
Mtb = ?
A K Azad
Mutual Trust Bank
Md. Siam Hosen
Bhai ami toh ebl and city bank er ta use kori. Hope I'll move to UCB too.
Shamema Shanta
Same obostha amio onk face korsi, jar jonno Ekhono credit card newa hoy ni..freelancer bole card pabona, fixed deposit korle then card dibe, amr EBL & Dutch bangla Bank a account ase, tahole ki now Bank change korbo🥹
  • Like
  • Reply
  • Edited
Mandal Anup
Brother, did you avail SCB against Freelancer profile? I got UCB, City but SCB didn’t allow 🙁
Author
Hasin Hayder
Mandal Anup Na bhai, I was in a job that time.
2
Mizanur Rahaman Mizan 
Follow
UCB, SCB is Super good! EBL is OK! I agree.
Mohammad Nazmul Islam
UCB is excellent (Debit card, credit card & other banking services). I have been using UCB since 2018.
  • Like
  • Reply
  • Edited
2
  • Blog authors: Digest2025
  • Title: Experince of MTB vs UCB by Hasin Hyder
  • Last updated: 

Comments