Skip to main content

Learn Finance and Tech

NFC নিয়ে কিছু কথা



১. NFC কি?

— NFC (Near Field Communication) হল ছোট রেঞ্জের/কম দুরত্বে দুটি ডিভাইস/কার্ডের মধ্যে যোগাযোগ করার একটা মাধ্যম।

২. এটা দিয়ে কি এটিএম/পজে ট্রানজেকশন করা যাবে?

— হ্যাঁ, যাবে। তবে এটিএম/পজ/কার্ডে অবশ্যই NFC enable করা থাকতে হবে।

৩. NFC দিয়ে ট্রানজেকশন করলে অনেক সময় মার্চেন্ট পিন নেয় না/চায় না কেন?

— As per PSD circular from Bangladesh Bank, ৫০০০ টাকার উপরে পজ ট্রানজেকশন হলে পজ থেকেই পিন দেয়ার জন্য প্রম্প করবে, অর্থাৎ পিন চাবে। ৫০০০ বা তার কম টাকার ট্রানজেকশনের জন্য কোনো পিন পজ মেশিন চাবে না।

৪. এটিএমেও কি একই লিমিটেশন?

— না, এটিএমের জন্য এমন কিছু নেই। এটিএমে NFC সুবিধা নিতে হলে প্রতিক্ষেত্রেই পিন দিতে হবে। কার্ড এটিএমে প্রবেশ করাতে হবে না। এটিএমে প্রদর্শিত “Contactless Logo” তে কার্ড ট্যাপ করলেই দেখবেন এটিএম স্ক্রীনে পিন চাচ্ছে।

৫. NFC তে ট্রানজেকশন করলে আলাদা চার্জ দিতে হবে?

— না। এটিএমে “Others Bank Card/Off us” ট্রানজেকশন হলে সংশ্লিষ্ট ব্যাংকের পলিসি অনুযায়ী বুথে চার্জ হবে।

NFC এর সুবিধা কি?

# কার্ড এটিএম মেশিনে ঢুকানোর প্রয়োজন নেই। বাইরে থেকে Contactless Logo/NFC অপশনে ট্যাপ করলেই হবে।

# এটিএমে কার্ড ক্যাপচার হওয়ার সুযোগ নেই।

# কার্ড আরেকজনের হাতে দেয়ার দরকার নেই পজে insert করার জন্য। আউটলেট অ্যাকাউন্ট পার্সন পজের Tap/NFC পার্টটা আপনার সামনে দিবেন। আপনি জাস্ট সিম্প্লি কার্ডটা কিছু সময় ধরে রাখবেন (১ সেকেন্ডেরও কম বা সমমানের সময়) । তাতেই হবে। পিন দেয়া/না দেয়ার কথা উপরে বলা আছে

# কার্ডের চিপ কোনো কারনে কাজ না করলে (ক্ষয়/দাগ পড়ে যাওয়া/নষ্ট হওয়া) NFC দিয়েও ট্রানজেকশন করতে পারবেন।

# বাংলাদেশে NFC পরিচয় পাওয়া কোভিডের প্যানডামিক সময়ে। যাতে নিজের কার্ডে আরেকজনের স্পর্শ না লাগে। বাইরের দেশগুলোতে আরো আগে থেকেই প্রচলন এবং ব্যাপক জনপ্রিয়।

# যেসব শপের কাউন্টার লোডেড থাকে, সেখানে NFC ট্রানজেকশন করলে দ্রুততম সময়ে পেমেন্ট রিসিভ করা যায়, যেহেতু পিন দেওয়া/না দেওয়ার সময়টা বেঁচে যায়। Just tap, receive & go.

NFC কি রিস্কি?

— আপনার কার্ড যতক্ষন আপনার কাছে আছে ততক্ষন আপনি সেইফ। আপনার কার্ড আপনার কাছে না থাকা মানেই বিপদ। এবার কার্ডে NFC থাকুক, আর না থাকুক।

বি:দ্র : নিচের ব্যাংকের কার্ডগুলো কোনো প্রোমোশনাল এক্টিভিটিসের জন্য ব্যবহার করা হয় নি। These are used just as a sample.


Shafikur R. Rabby | Post Link | 13 October 2024

  • Blog authors: Digest2025
  • Title: NFC নিয়ে কিছু কথা
  • Last updated: 

Comments