Skip to main content

Learn Finance and Tech

জনপ্রিয় কিছু ব্যাংকের স্টুডেন্ট একাউন্টে রিভিউ

  1. Agami savers account (Brac Bank): ব্র্যাক ব্যাংকের অ্যাপ ও ইউআই ডিজাইন ভালো আছে, অ্যাকাউন্ট মেনটেনেন্স, এসএমএস এলার্ট, ডেবিট কার্ড (ডুয়েল কারেন্সি ভিসা) ২৫ বছর পর্যন্ত ফ্রি , এনপিএসবি ফ্রি। কার্ড কোয়ালিটি ৯/১০, সব এটিএম এ ভিসা কার্ড স্মুথ লেগেছে। কোন ব্লক মানি নাই।
  2. Youth account (Prime Bank): প্রাইম ব্যাংকের অ্যাপ বেশ স্মুথ, অ্যাকাউন্ট মেনটেনেন্স, এসএমএস এলার্ট, ডেবিট কার্ড (ডুয়েল কারেন্সি মাস্টার) ২৫ বছর পর্যন্ত ফ্রি , এনপিএসবি ফ্রি। কার্ডের কোয়ালিটি ১০/১০, কার্ড সব এটিএম এ কোন ঝামেলা ছাড়াই কাজ করছে। কোন ব্লক মানি নাই।
  3. College saver (Midland Bank): মিডল্যান্ড ব্যাংকের স্টুডেন্ট একাউন্টে সবচেয়ে বড় সুবিধা দেশের যেকোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন ফ্রিতে। অ্যাকাউন্ট মেনটেনেন্স, এসএমএস এলার্ট, ডেবিট কার্ড (সিঙ্গেল কারেন্সি) ২৮ বছর পর্যন্ত ফ্রি , এনপিএসবি চার্জ ৳৯.৯৯। MFS to card এ ৳৫৭ চার্জ। বেশিরভাগ ব্যাংকের এটিএম থেকেই কোন ঝামেলা ছাড়া টাকা তুলতে পারছি শুধুমাত্র ইপিএলের এটিএম ছাড়া। কার্ড কোয়ালিটি ৫/১০ (আমার দেখা সবচেয়ে বাজে কার্ড)। কোন ব্লক মানি নাই।
  4. Student account (Islami Bank): অ্যাকাউন্ট মেনটেনেন্স, এসএমএস এলার্ট, ডেবিট কার্ড (সিঙ্গেল কারেন্সি) ৩০ বছর পর্যন্ত ফ্রি , এনপিএসবি চার্জ ৳১০। Card to MFS এ চার্জ ৳১১.৫। একাউন্টের লিমিট একেবারে কম। কার্ড সব atm এ ভালোভাবে কাজ করছে। কার্ড কোয়ালিটি ৮/১০। ব্লক মানি ৳১০০।
Mustakim Hossain | Post Link | 23 December 2024
  • Blog authors: Digest2025
  • Title:  জনপ্রিয় কিছু ব্যাংকের স্টুডেন্ট একাউন্টে রিভিউ
  • Last updated: 

Comments

Banking Hacks by S M Salehur Rahman

Report Abuse