Skip to main content

Learn Finance and Tech

অমুক ব্যাংকের কার্ডের বিল তমুক ব্যাংক থেকে কিভাবে দিব?

Here's the full process of credit card bill pay from another bank via BEFTN

এক ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল অন্য ব্যাংকের এপ/ইন্টারনেট ব্যাংকিং দিয়ে BEFTN করে পরিশোধ করার জন্যে এপ কিংবা আইব্যাংকিং এপে BEFTN বেনিফিশিয়ারি সেট করবার সময়ে “BEFTN” (NPSB নয়) এবং “Account” (Card নয়) অপশন সিলেক্ট করুন। তারপরে একাউন্ট নাম্বারের জায়গায় ক্রেডিট কার্ডের ১৬ ডিজিট নাম্বার বসিয়ে বেনিফিশিয়ারি সেট করুন। মনে রাখবেন আপনি যদি CARD সিলেক্ট করেন, তবে ফেইল হবে।
ব্রাঞ্চ হিসেবে HEAD OFFICE সিলেক্ট করবেন।
এভাবে এক ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল অন্য ব্যাংকের এপ/ইন্টারনেট ব্যাংকিং দিয়ে নিশ্চিন্তে পরিশোধ করুন। লংকাবাংলা বাদে সব ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল এভাবে যেকোন ব্যাংক থেকে দিতে পারবেন!
কর্মদিবসের দুপুর ১২টার পূর্বেই লেনদেন সম্পন্ন করলে সেইদিনই সর্বোচ্চ সন্ধ্যার মধ্যেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ হয়ে যাবে।

Zaber Mahbub | Post Link | 5 July 2021
  • Blog authors: Digest2025
  • Title: অমুক ব্যাংকের কার্ডের বিল তমুক ব্যাংক থেকে কিভাবে দিব?
  • Last updated: 

Comments

Banking Hacks by S M Salehur Rahman

Report Abuse