Skip to main content

Learn Finance and Tech

ব্যাংকে লেনদেন করতে গিয়ে হতে পারেন প্রতারিত!

ব্যাংকে গিয়ে টাকা জমা করা ও উত্তোলনের সময়ে যতোটা সম্ভব কম সময় সেখানে অবস্থান করুন। সময়ে সময়ে চারপাশে তাকিয়ে খেয়াল রাখুন কেউ আপনাকে ফলো করছে কিনা।

ব্যাংকে গিয়ে কখনো নিজের ডিপোজিট স্লিট কিংবা চেক বইয়ে লিখতে গিয়ে সময় নষ্ট করবেন না। এসব লেখালেখির কাজ বাড়ি অথবা কর্মস্থল থেকেই কমপ্লিট করে তবেই ব্যাংকে যাবেন। আপনি সেখানে এসব লেখার সময়ে পাশে অবস্থান করা প্রতারকচক্র আপনার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে যাবে, আপনি টেরই পাবেন না।

ব্যাংকে গিয়ে অন্যের সাথে ভাংতি টাকা অদল-বদলে যাবেন না। কাউকে নিজের কলম দিতে যাবেন না এবং কারোর কাছ থেকে কলম চেয়ে নিবেন না। এটা ভীষণ অসভ্যতা। আপনি যেকাজেই ব্যাংকে যান না কেন সঙ্গে অবশ্যই কলম রাখবেন। প্রয়োজনে পাশের দোকান থেকে একটা কলম কিনে নিবেন।

অন্যের ডিপোজিট স্লিপ এবং চেক বইয়ে কখনো লিখে দিবেন না। অন্যের সঙ্গে এসব কাজে জড়াতে গিয়ে হারাতে পারেন নিজের সাথে থাকা টাকা।

ব্যাংকে গিয়ে কখনো অন্যের টাকার বান্ডেল গুনে দেয়ার মতো কাজে জড়াবেন না এবং আপনার টাকা কেউ গুনে দিতে চাইলেও রাজি হবেন না। প্রয়োজনে তাকে ধরিয়ে দিতে ব্যাংকের সিকিউরিটি গার্ডকে দ্রুত ডেকে আনুন।

নিজের আপন বাবা-মা ছাড়া অন্য কারোর ব্যাংক ঋণের টাকার গ্যারান্টর কখনো ভুলেও হবেন না। অপরিচিত কেউ যেকোন কাগজে সিগনেচার দিতে বললে এড়িয়ে চলুন, নয়তো পরবর্তীতে বড় ধরনের বিপদে পড়তে পারেন।

কাউন্টারে টাকা জমা দেয়ার সময়ে এবং টাকা উত্তোলনের সময়ে খুবই সতর্ক অবস্থানে থাকুন। আপনার পেছনে অবস্থানরত প্রতারকচক্র তাদেরই কিছু টাকার নোট নিচে ফেলে দিয়ে বলবে, নিচে থাকা আপনার টাকা তুলে নিন। আপনি অন্যমনস্ক হয়ে আপনার টাকা ভেবে তুলে নেয়ার সময়ে কাউন্টারে রাখা আপনার টাকা নিয়ে তারা দ্রুত চম্পট দিবে।

ডেবিট কার্ড দিয়ে ATM বুথ থেকে টাকা উত্তোলন করতে পারে না, এমন কথা বলে কেউ আপনার সহায়তা নিতে চাইলে তাকে সহায়তা করা থেকে নিজেকে বিরত রাখুন। হতে পারে সেই কার্ডটি অন্য কারোর এবং সেই ব্যক্তি কার্ডের PIN জানে। তাকে টাকা তুলে দিতে গিয়ে ATM বুথে থাকা ক্যামেরায় আপনার ছবি উঠে যাবে। এতে ভবিষ্যতে আপনি জড়িয়ে যেতে পারেন বিভিন্ন আইনি ঝামেলার মতো বাজে পরিস্থিতিতে।

আপনার ফোন নাম্বারে কেউ ফোন করে কিংবা ব্যাংকের হেল্পলাইন নাম্বার থেকে ফোন করে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে আপনার ব্যাংক একাউন্ট সম্পর্কিত যেকোন প্রকারের তথ্য, একাউন্ট নাম্বার, টাকার পরিমাণ, ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের পূর্ণাঙ্গ নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেইট, কার্ডের পেছনে থাকা CVV/CVC নাম্বার, Card PIN, ফোনে আসা OTP (One Time Password) জানতে চাইলে কখনোই বলবেন না। এসব তথ্য জানতে চাওয়া মানুষের সাথে কথা না বাড়িয়ে কলটি দ্রুত ডিসকানেক্ট করে দিন।

সামান্য কিছু টাকা সেইভ করতে গিয়ে আপনার ফোনে ব্যাংকের মেসেজ নোটিফিকেশন এলার্ট সার্ভিসটি আবেদন করে কখনোই বন্ধ করবেন না। সময়ে সময়ে খেয়াল রাখুন ব্যাংক থেকে আপনার ফোনে আগত মেসেজগুলোর প্রতি। মেসেজে কোন ফ্রড ট্রানজেকশনের তথ্য দেখতে পেলে সাথে সাথেই ব্যাংকের হেল্পলাইন নাম্বারে ফোন করে বিস্তারিত জানান।

কোন অপরিচিত কিংবা আজেবাজে সাইটে ব্যাংক কার্ডের তথ্য কখনোই ইনপুট দিবেন না। নিজের ব্যাংক কার্ড ব্যবহার করার জন্যে কখনোই অন্যের হাতে দিবেন না এবং টাকার বিনিময়ে নিজের কার্ড দিয়ে অন্য যেকাউকে অনলাইন ই-কমার্স পেমেন্ট করে দিবেন না। এতে সেই সাইটে কার্ডের তথ্য সেইভড হয়ে থাকার কারণে ভবিষ্যতে পরবর্তীতে হতে পারে বিভিন্ন প্রকারের ফ্রড ট্রানজেকশন।

আপনার সতর্কতাই আপনার নিরাপত্তার নিশ্চায়ক।

Mohammed Azharull Haq Bhuyan | Post Link | 3 November 2024

  • Blog authors: Digest2025
  • Title: ব্যাংকে লেনদেন করতে গিয়ে হতে পারেন প্রতারিত!
  • Last updated: 

Comments