বাংলাদেশের শেয়ারবাজারের সমস্যা কী?
বাংলাদেশের শেয়ারবাজারের সমস্যা কী? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবো কোথা? প্রধান সমস্যার কথা বলি- শেয়ারবাজারের লোকজন নিজের কাজটা বাদ দিয়ে বাকি সব কাজ করে বেড়ান। প্রথমেই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কথা বলি- শেয়ারের দাম কমানো কিংবা বাড়ানো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ নয়। বাংলাদেশের এসইসি বছরের পর বছর ধরে এই কাজ করতে চাচ্ছে, করছে। কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়লে এসইসি সেই কোম্পানিকে নোটিশ পাঠায়। জানতে চায়- অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না...। স্ট্রেঞ্জ! রিডিকিউলাস!! বিজার!!! যথাসময়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা কোম্পানির ডিউটি, রেস্পন্সিবিলিটি। কোম্পানি সেইটা না করলে এসইসির কাজ হলো কোম্পানির লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। এখন, এসইসি যদি জানতে চায়, ভাই, আপনি আইন ভাঙছেন?- কেমন লাগে? একটা কোম্পানির ২০ টাকার শেয়ারের দাম কয়েকদিনের মধ্যে বেড়ে ৪০ টাকা হলে এসইসি বেকুবের মতো কোম্পানির কাছে নোটিশ দ…