Skip to main content

Learn Finance and Tech

Showing posts from November, 2024

Show All

ব্যাংকে লেনদেন করতে গিয়ে হতে পারেন প্রতারিত!

ব্যাংকে গিয়ে টাকা জমা করা ও উত্তোলনের সময়ে যতোটা সম্ভব কম সময় সেখানে অবস্থান করুন। সময়ে সময়ে চারপাশে তাকিয়ে খেয়াল রাখুন কেউ আপনাকে ফলো করছে কিনা। ব্যাংকে গিয়ে কখনো নিজের ডিপোজিট স্লিট কিংবা চেক বইয়ে লিখতে গিয়ে সময় নষ্ট করবেন না। এসব লেখালেখির কাজ বাড়ি অথবা কর্মস্থল থেকেই কমপ্লিট করে তবেই ব্যাংকে যাবেন। আপনি সেখানে এসব লেখার সময়ে পাশে অবস্থান করা প্রতারকচক্র আপনার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে যাবে, আপনি টেরই পাবেন না। ব্যাংকে গিয়ে অন্যের সাথে ভাংতি টাকা অদল-বদলে যাবেন না। কাউকে নিজের কলম দিতে যাবেন না এবং কারোর কাছ থেকে কলম চেয়ে নিবেন না। এটা ভীষণ অসভ্যতা। আপনি যেকাজেই ব্যাংকে যান না কেন সঙ্গে অবশ্যই কলম রাখবেন। প্রয়োজনে পাশের দোকান থেকে একটা কলম কিনে নিবেন। অন্যের ডিপোজিট স্লিপ এবং চেক বইয়ে কখনো লিখে দিবেন না। অন্যের সঙ্গে এসব কাজে জড়াতে গিয়ে হারাতে পারেন নিজের সাথে থাকা টাকা। ব্যাংকে গিয়ে কখনো অন্যের টাকার বান্ডেল গুনে দেয়ার মতো কাজে জড়াবেন না এবং আপনার…