Skip to main content

Learn Finance and Tech

Showing posts from July, 2024

Show All

Experince of MTB vs UCB by Hasin Hyder

Image

দুই বছর আগের কথা। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইবিএল এর ক্রেডিট কার্ড ইউজ করতাম, পরে ইউসিবিরটা ইউজ করা শুরু করেছি। আমার মান্থলি ট্রানজেকশন ভালো ছিল - যেহেতু বাজার সদাই, কেনা কাটা, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন সবই ক্রেডিট কার্ডে হয়। ২০০৭ থেকে আজ পর্যন্ত একবার ছাড়া আমার কোনদিন কোন পেমেন্ট মিস হয় নাই। তো আমি মনে করলাম এমটিবিতে একটা কার্ড নিব। আমি বোধহয় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কার্ড নেয়ার আগ্রহ দেখিয়ে। পরিচিত একজন আমাকে বললো যে ভাই আমি আমাদের ব্যাংকের একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সেই লোক ফোন দিল - আমাকে একটু রুডভাবেই জিজ্ঞেস করলো আপনার কি লাগবে ভাই। আমি বললাম যে ক্রেডিট কার্ড। সেই লোক আমি কি করি শুনে বললো আপনি তো ফ্রিল্যান্সার আপনাকে তো এইভাবে ক্রেডিট কার্ড দেয়া যাবে না। তো কিভাবে দেয়া যাবে? আপনাকে ফিক্সড ডিপোজিট রাখতে হবে কিংবা বিজনেস দেখিয়ে বিজনেসম্যান হিসেবে কার্ড নেয়া লাগবে। আমি ফিক্সড ডিপোজিট রেখে কার্ড নেয়ার ব্যাপারে একেবারেই…