ক্রেডিট কার্ডের ইন্স্যুরেন্স
ক্রেডিট কার্ড শব্দটি ইংলিশে শুনতে সুন্দর শুনালেও বাংলায় শুনতে কিন্তু একদমই সুন্দর নয়। সহজ বাংলায় ক্রেডিট কার্ড মানেই হল ঋণ কার্ড। যাই হোক, সেই ঋণ কার্ডের একটি ফিচার বাই ডিফল্ট চালু করানোই থাকে, তা হল কার্ডের ইন্সুরেন্স সার্ভিস। ক্রেডিট কার্ডের সর্বমোট বকেয়া বিলের উপরে ভ্যাটসহ সর্বমোট ০.৪০% হারে ইন্স্যুরেন্স চার্জ প্রয়োজ্য হয়ে প্রতি মাসে মাসে বিল জেনারেট হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে গত মাসে ১ লাখ টাকার শপিং করে থাকেন, তাহলে এই মাসে ইন্স্যুরেন্সের ০.৪০% চার্জসহ সর্বমোট বিল জেনারেট হবে ১ লাখ ৪০০ টাকা।\ বিল জেনারেট হবার পরে আপনি ৫০ হাজার ৪০০ টাকা পরিশোধ করে দিলেন। তাহলে আগামী মাসে সেই বকেয়া ৫০ হাজার টাকার সাথে সুদ সংযুক্ত হওয়ার পরে শুধুমাত্র ইন্স্যুরেন্সের চার্জই আবারো আসবে আরো প্রায় ২০০+ টাকা। একটু খেয়াল করে দেখুন, আপনি ইতিপূর্বে ১ লাখ টাকার বিলে যেই ৪০০ টাকা ইন্স্যুরেন্স চার্জ দিলেন, সেই টাকারই বকেয়া ৫০ হাজার টাকায় নতুন করে ২০০ টাকা ইন্স্…