Skip to main content

Learn Finance and Tech

Showing posts from May, 2023

Show All

ক্রেডিট কার্ডের ইন্স্যুরেন্স

ক্রেডিট কার্ড শব্দটি ইংলিশে শুনতে সুন্দর শুনালেও বাংলায় শুনতে কিন্তু একদমই সুন্দর নয়। সহজ বাংলায় ক্রেডিট কার্ড মানেই হল ঋণ কার্ড। যাই হোক, সেই ঋণ কার্ডের একটি ফিচার বাই ডিফল্ট চালু করানোই থাকে, তা হল কার্ডের ইন্সুরেন্স সার্ভিস। ক্রেডিট কার্ডের সর্বমোট বকেয়া বিলের উপরে ভ্যাটসহ সর্বমোট ০.৪০% হারে ইন্স্যুরেন্স চার্জ প্রয়োজ্য হয়ে প্রতি মাসে মাসে বিল জেনারেট হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে গত মাসে ১ লাখ টাকার শপিং করে থাকেন, তাহলে এই মাসে ইন্স্যুরেন্সের ০.৪০% চার্জসহ সর্বমোট বিল জেনারেট হবে ১ লাখ ৪০০ টাকা।\ বিল জেনারেট হবার পরে আপনি ৫০ হাজার ৪০০ টাকা পরিশোধ করে দিলেন। তাহলে আগামী মাসে সেই বকেয়া ৫০ হাজার টাকার সাথে সুদ সংযুক্ত হওয়ার পরে শুধুমাত্র ইন্স্যুরেন্সের চার্জই আবারো আসবে আরো প্রায় ২০০+ টাকা। একটু খেয়াল করে দেখুন, আপনি ইতিপূর্বে ১ লাখ টাকার বিলে যেই ৪০০ টাকা ইন্স্যুরেন্স চার্জ দিলেন, সেই টাকারই বকেয়া ৫০ হাজার টাকায় নতুন করে ২০০ টাকা ইন্স্…

ক্রেডিট কার্ডের EMI

Image

EMI এর অর্থ হচ্ছে: Equated Monthly Installment অনেকের মধ্যেই একটি বহুল প্রচলিত ভুল ধারণা রয়েছে যে, ক্রেডিট কার্ডের সর্বমোট লিমিট যদি হয় ১ লাখ টাকা, তাহলে দেড় লাখ টাকার পন্য EMI করে কেনা যাবে। এটা সম্পূর্ণই একটা ভ্রান্ত ধারণা। কারণ আপনার ওয়ালেটে ১০০ টাকা থাকলে যেমন ১০১ টাকার পন্য কখনোই কেনা যাবে না, ঠিক একইভাবে ১ লাখ টাকার ক্রেডিট লিমিটের কার্ড দিয়ে তারচেয়ে বেশি টাকার পন্য কখনোই কেনা যায় না। EMI সম্পর্কে ভুল ধারণা থাকার কারণে অনেকেই মাত্র ২৫ হাজার টাকার FDR করে সেই FDR এর ৯০% ক্রেডিট লিমিটের ক্রেডিট কার্ড নিচ্ছেন। অথচ এই লিমিটের কার্ড দিয়ে আপনি কখনো ২৫ হাজার টাকার পন্য ক্রয় করতে পারবেন না, আর ১ লাখ টাকার পন্য EMI করে কেনা তো বহু দূরের কথা। ধরুন আপনার কার্ডের সর্বমোট ক্রেডিট লিমিট ১ লাখ টাকা। নিয়ম হচ্ছে আপনি কার্ডের পুরো টাকা খরচ না করে, কার্ডে ৫ হাজার টাকা অবশিষ্ট রেখে ৯৫ হাজার টাকার পন্য EMI করে কিনলেন। ৫/১০ হাজার টাকা ক্রেডিট কার্ডে অবশিষ্ট রাখবেন এ…