EBL Daraz VISA Prepaid Card-এ টাকা/BDT ডিপোজিট করার পদ্ধতি
EBL-এ যাদের একাউন্ট নেই, তারা স্কাইব্যাংকিং এপ দিয়ে এই প্রিপেইড কার্ডে টাকা ডিপোজিট করতে পারেন না। ফলে ব্রাঞ্চে গিয়ে ভিড় জমিয়ে প্রিপেইড কার্ডের জন্যে আলাদা ধরনের প্রিপেইড ডিপোজিট স্লিপ ফিলাপ করে কার্ডে BDT অথবা USD ডিপোজিট করতে হয়। এটা অবশ্যই একটা বিরাট বড় ঝামেলার ব্যাপার। কিন্তু অন্য ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকিং এপ থেকে এই কার্ডে NPSB করে খুব সহজেই টাকা ডিপোজিট করা যায়। NPSB করে যেভাবে কার্ডে টাকা ডিপোজিট করবেন: EBL Daraz ভিসা প্রিপেইড কার্ডের খয়েরী রংয়ের খামের ভেতরে একটা শাদা বড় কাগজ থাকে। যেটার উপরের ডানদিকে একাউন্ট নাম্বার নাম দিয়ে ১৫ ডিজিটের একটা বিশেষ সংখ্যা উল্লেখ করানো থাকে। এবার অন্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপ থেকে বেনিফিশিয়ারি সেট করতে একাউন্ট হোল্ডারের নামের জায়গায় আপনার NID কিংবা পাসপোর্টে থাকা পূর্ণাঙ্গ নাম দিন। একাউন্ট টাইপ অপশনে ❝Account❞ সিলেক্ট করুন, ❝Card❞ নয়। তারপরে একাউন্ট নাম্বারের জায়গায় সেই ১৫ ডিজিটের বিশেষ সংখ্যাটা ইনপুট দি…