Dual Currency vs Multi Currency
Dual Currency vs Multi Currency ডুয়েল কারেন্সি কি জিনিস এটা আপনারা সকলেই জানেন! প্রিপেইড, ক্রেডিট কার্ডের মত আজকাল অনেক ব্যাংক ডেবিট কার্ডেও ডুয়েল কারেন্সি ফিচার দেয়! এতে বাড়তি সুবিধা হচ্ছে ডেবিট কার্ড সর্বদাই ডায়নামিক! ফলে আলাদা টাকা-ডলার পার্ট নাই! যেখানেই পে করেন, ডিরেক্ট টাকায় কাটে! তো এইতো গেল ডুয়েল কারেন্সি কার্ড! তাহলে মাল্টি কারেন্সি কার্ড কি জিনিস? যারা দেশের বাইরে আয় করেন, তারা চাইলে দেশে ফরেন কারেন্সি একাউন্ট করতে পারবেন! এক্ষেত্রে আপনার আয় করা বৈদেশিক মুদ্রা দেশে USD, GBP, EURO, JPY, AUD ইত্যাদি কারেন্সিতে রাখা যায়! এই ধরনের একাউন্টকে RFCD একাউন্ট বলে! এসব একাউন্টের সাথে MULTI CURRENCY ডেবিট কার্ড দেয়া হয়! তাহলে ডুয়েল কারেন্সি আর মাল্টি কারেন্সি এর পার্থক্য কোথায়? ডুয়েল কারেন্সি কার্ডে একমাত্র ফরেন কারেন্সি হল ডলার! ফলে অন্য কারেন্সিতে (যেমন ইউরো, পাউন্ড) পে করলে আপনাকে ৩% মার্কআপ ফি চার্জ করা হবে! কিন্ত multi currency কার্ড হবার শর্ত হচ্ছে …