ক্রেডিট কার্ডের কিছু চার্জ এবং এসব চার্জ আরোপিত হবার বিভিন্ন কারণ
Late Payment Charge: ১। আপনি ক্রেডিট কার্ড দিয়ে শপিং করার পরে মিনিমাম ডিউ বিল আসলো ১০,০০০.১০ (দশ হাজার টাকা দশ পয়সা) টাকা। আপনার কাছে পর্যাপ্ত টাকা না থাকায়, কিংবা সঠিক সময়ে বিল দিতে মনে না থাকায় আপনি সেই মাসে বিল দিলেন না। তাহলে পরের মাসে এই বিলের সাথে লেইট পেমেন্ট চার্জ আসবে এবং ব্যাংকে আপনার ঋণ ইতিহাস (CIB) রিপোর্ট খারাপ হবে। এই লেইট পেমেন্ট চার্জ ব্যাংক ভেদে এবং কার্ডের ক্যাটাগরি ভেদে ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ২। ১০,০০০.১০ (দশ হাজার টাকা দশ পয়সা) টাকা মিনিমাম ডিউ বিল জেনারেট হবার পরে আপনি ১০,০০০ টাকা বিল পরিশোধ করে দিলেন ঠিকই, কিন্তু সেই অবশিষ্ট ১০ পয়সা বিল দিতে আপনার মনে ছিলো না। তাই সামান্য এই ১০ পয়সা বিল অনাদায়ী থাকার জন্যে পরের মাসে আপনার বিলের উপরে ভালো রকমের সুদ আসবে। BDT এবং USD বিলের ক্ষেত্রে লেইট পেমেন্ট চার্জ আলাদা আলাদা আসে। সাময়িক আর্থিক অসক্ষমতার জন্যে ক্রেডিট কার্ডের সর্বমোট বিল পরিশোধ করতে না পারলে, অন্তত মিনিমাম ডি…